সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেটে খোকন হোসেনের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে।
আজ শনিবার (১৫ মার্চ ) রাত ৮ টার দিকে পৌর শহরের হাসপাতাল গেটে এই অগ্নি কান্ডের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষ দর্ষি সূত্রে জানা গেছে, শনিবার রাতে পৌর শহরে প্রায় সকল লোকজন তাদের নিজ নিজ দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে আগাইয়া আসে। পরে তাড়াশ উপজেলার ফায়ার সার্ভিসও সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে ক্ষতিগ্রস্থ্য খোকন হোসেন জানান যে হঠাৎ আগুনের সূত্রপাতে আমার দোকানের সকল মালামাল পুড়ে অনুমান কয়েক লক্ষটাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ রেজাইল করিম জানান, যে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মহুর্তে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ধরেনি। তবে দোকানদার খোকন হোসেনের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক সকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।