১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাটগাঁইয়াদের ইফতার আয়োজন: প্রশংসায় পঞ্চমুখ সাবেক বিএনপি যুগ্ম মহাসচিব

জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাটগাঁইয়াদের ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের প্রশংসা করলেন সাবেক বিএনপি যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। রোজ শনিবার (১৫ মার্চ) শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে জবির চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদের ইফতারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, ” ঢাকার মধ্যে জবিতে অধ্যায়নরত বীর চট্টলার এতো গুলো সূর্য সন্তানদের দেখে আমি বিস্মিত। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে এরকম মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। তারজন্য সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমন আহমেদকে আমার তরফ থেকে ধন্যবাদ।”

তিনি আরো জানান, “তোমাদের এরকম একটা প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসা, তাদের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করা, বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক ও সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করার মধ্যে দিয়ে সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতির বন্ধন তৈরি হয়। তোমাদের যেকোনো মানবিক ও বুদ্ধিবৃত্তিক প্রোগ্রামকে আমি স্বাগত জানায় এবং আমাকে সবসময় তোমরা পাশে পাবে।”

উক্ত ইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. চৌধুরী শহীদ কাদের, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাহফুজ রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি, সহকারী প্রকোশলী,
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শফিউল আলম সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কে সিকান্দার কাদের, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফায়সাল সিদ্দিকী।

এছাড়া আরো ছিলেন আক্তার হোসাইন,প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জবি, উপদেষ্টামন্ডলীর সদস্য – মোজাম্মেল হোসাইন, শাহাদাত হোসাইন রুবেল, মিনহাজুল আলম, সেতু নাথ , কামরুল ইসলাম প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

লক্ষ্মীপুর শহরে মানহীন ইট দিয়ে রাস্তা তৈরী

জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র উত্তর তেমুহনীর কালিবাজার রোড,হাইওয়ে রোড থেকে মেঘনা রোডের মাথা পর্যন্ত রাস্তাটির কাজ ধরা হয়েছে। শুরু থেকে বেশ

তাড়াশে মুদিখানা দোকান বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই

সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের হাসপাতাল গেটে খোকন হোসেনের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে। আজ

খোকসায় ৪২ বছরের নারীর শ্লীলতাহানির চেষ্টা, ৩৫ বছরের যুবক

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনার খবর পাওয়া গেছে। গতকাল ১৪ মার্চ

দুর্নীতি মুক্ত ক্যাম্পাস গড়তে চান জবি ছাত্রদলের আহবায়ক হিমেল

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) দুর্নীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে গড়তে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল। আজ শনিবার (১৫ মার্চ) জগন্নাথ

Scroll to Top