মোঃ নুর আলম পাপ্পুঃ খোকসা প্রতিনিধিঃ
খোকসা থানাধীন মহিবাথানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ১৫ মার্চ ২০২৫ রাত ৮ টা ১০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ সাইফুল ইসলাম (৩১)। তিনি জয়ন্তীহাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সভাপতি। সাইফুল ইসলাম মহিষবাথান গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ আব্দুর রহমান প্রামানিক।
পুলিশ জানায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং, ধারা- ৪/৫/৬ The Explosive Substances Act, ১৯০৮ এবং ১৫(৩)/২৫ডি The Special Powers Act, ১৯৭৪ এর অধীনে মামলা রয়েছে।
এ বিষয়ে খোকসা থানার ওসি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।