মোহাম্মদ আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল বিতরণের সময় চেয়ারম্যান লায়ন নাদিম মোল্লার সাথে জনতার হাতাহাতি। তখন স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি, উনি রাতের বেলায় এক আর দিনের বেলায় আরেক।
তিনি এবং গরিব-দুঃখীদের কাছ থেকে টাকার বিনিময়ে ভিজিএফ এর চাল দিতেন টাকার বিনিময়ে চাল বিক্রি করার অভিযোগ উঠেছে। চেয়ারম্যান নাদিম এর কাছে করগাঁও বাসির প্রত্যাশা, আর ব্যবসায়ী নাদিমের কাছে প্রত্যাশা বা আশা ভরসা কি এক? দিনের বেলায় চেয়ারম্যান নাদিম সাহেবের চুরির বিরুদ্ধে প্রতিবাদ কারী হয়ে যাবে শান্তি বিনষ্ট কারী বা উশৃঙ্খল । পুলিশ কেন তাদের বাড়িতে গিয়ে হয়রানিসহ নানারকম নির্যাতনের অঙ্গিকার করে। হাতাহাতির পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।