১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

বালুর নোনা পানিতে ফসলি জমি প্লাবিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ

বালুর সাথে থাকা নোনা পানি দিয়ে ফসলি জমি প্লাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আর এফ এল এর উপর, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নোনা পানি ছেড়ে সাধারণ মানুষের পুকুরের মাছ, ফসলি জমি সহ বিভিন্ন ঘর বাড়ি প্লাবিত করে ফেলেছে, ভোলা জেলার, লালমোহন উপজেলার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন,৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ,

৩ কিঃ রাস্তা এবং একটি সুইস গেট মোট বাজেট ৫৪কোটি টাকা, কোম্পানি আরএফএল কাজ পায় সরকারের পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারই প্রেক্ষিতে চলমান কাজ করতে গিয়ে। জাহাজ দিয়ে বালি এনে নদী থেকে উত্তোলন করার সময় নোনা পানির ব্যবহার করে সেই নোনা পানি সরানোর জন্য বাঁধ কেটে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, এতে আসপাশের থাকা মাছের পুকুরে প্রবেশ করে প্রায় ১০ মন দেশি ও কাপ জাতীয় মাছ মারা যায় যার

আনুমানিক বাজার মূল্য আশি হাজার টাকা, এছাড়াও ভূট্টা, মুগডাল, সুর্যমূখী,চিনা বাদাম, মরিচের জমিতে পানি প্রবেশ করে ফসল নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বলেন গতকাল ১৫/০৩/২৫/ইং বেলা আনুমানিক ৩-৪ টার মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোক দিয়ে বাঁধ কেটে দেয় এবং লোকজনের উপস্থিতি দেখে পালিয়ে যায়, ভুক্তভোগী মোঃ হোসেন দিদার বলেন এই বেড়িবাঁধ করার ফলে আমার প্রায় ৫ বিঘা জমি কেটে ফেলেছে আমাকে কোন প্রকার আর্থিক ক্ষতি পুরন দেয়া হয়নি এখন যে টুকুন জমি বাকী আছে ফসল করেছি সেই ফসলও তারা নষ্ট করে ফেলেছে,এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার মোঃ আজিজ মিয়ার সাথে কথা বললে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড থেকে যদি কোন প্রকার আর্থিক সহযোগিতা না করে তাহলে আমরা কিছু করতে পারবোনা। তবে যে মাছ এবং ফসলি জমি প্লাবিত হয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে, আশা করি কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুরন তারা পেতে পারেন।

এই বিষয়ে ভুক্তভোগীরা বলেছেন তারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা দের হস্তক্ষেপ কামনা করছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ঢাকা সরকারি সাত কলেজ নিয়ে তৈরি হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

মোহাম্মদ রকিবুল হক(শাকিল), চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ রোববার(১৬মার্চ ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের আলোচনা সভা অনষ্ঠিত হয়। এই সভায় ঢাকার সরকারি সাত

সিলেটে বছরের প্রথম শিলাবৃষ্টি ও ভারি বৃষ্টিবর্ষণ

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বছরের প্রথম শিলাবৃষ্টি হয়েছে সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায়। আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ডের আঘাতে

দৌলতদিয়া যৌনপল্লীর প্রভাবশালী নারী নেত্রী ঝুমুর মাদকসহ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে দৌলতদিয়া যৌনপল্লীর নারী নেত্রী ঝুমুর বেগম (৪২) কে ২টি জড়ুধষ উঁঃপয বিয়ার ও  একটি বিদেশী মদের

নলছিটিতে বিরল রোগে আক্রান্ত হতদরিদ্র একটি পরিবার

 মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার বিকপাশা গ্রামে বিরল রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে শেষ হচ্ছে হতদরিদ্র একটি পরিবার। প্রথমে গৃহকর্তা কাঠ মিস্ত্রী

Scroll to Top