মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধিঃ
বালুর সাথে থাকা নোনা পানি দিয়ে ফসলি জমি প্লাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আর এফ এল এর উপর, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নোনা পানি ছেড়ে সাধারণ মানুষের পুকুরের মাছ, ফসলি জমি সহ বিভিন্ন ঘর বাড়ি প্লাবিত করে ফেলেছে, ভোলা জেলার, লালমোহন উপজেলার, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন,৫নং ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ,
৩ কিঃ রাস্তা এবং একটি সুইস গেট মোট বাজেট ৫৪কোটি টাকা, কোম্পানি আরএফএল কাজ পায় সরকারের পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারই প্রেক্ষিতে চলমান কাজ করতে গিয়ে। জাহাজ দিয়ে বালি এনে নদী থেকে উত্তোলন করার সময় নোনা পানির ব্যবহার করে সেই নোনা পানি সরানোর জন্য বাঁধ কেটে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, এতে আসপাশের থাকা মাছের পুকুরে প্রবেশ করে প্রায় ১০ মন দেশি ও কাপ জাতীয় মাছ মারা যায় যার
আনুমানিক বাজার মূল্য আশি হাজার টাকা, এছাড়াও ভূট্টা, মুগডাল, সুর্যমূখী,চিনা বাদাম, মরিচের জমিতে পানি প্রবেশ করে ফসল নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বলেন গতকাল ১৫/০৩/২৫/ইং বেলা আনুমানিক ৩-৪ টার মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোক দিয়ে বাঁধ কেটে দেয় এবং লোকজনের উপস্থিতি দেখে পালিয়ে যায়, ভুক্তভোগী মোঃ হোসেন দিদার বলেন এই বেড়িবাঁধ করার ফলে আমার প্রায় ৫ বিঘা জমি কেটে ফেলেছে আমাকে কোন প্রকার আর্থিক ক্ষতি পুরন দেয়া হয়নি এখন যে টুকুন জমি বাকী আছে ফসল করেছি সেই ফসলও তারা নষ্ট করে ফেলেছে,এই বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ডেপুটি প্রোজেক্ট ম্যানেজার মোঃ আজিজ মিয়ার সাথে কথা বললে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড থেকে যদি কোন প্রকার আর্থিক সহযোগিতা না করে তাহলে আমরা কিছু করতে পারবোনা। তবে যে মাছ এবং ফসলি জমি প্লাবিত হয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে, আশা করি কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুরন তারা পেতে পারেন।
এই বিষয়ে ভুক্তভোগীরা বলেছেন তারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা দের হস্তক্ষেপ কামনা করছেন।