তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মুন্সিগঞ্জে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে শুদ্ধ কোরআন তেলাওয়াত, আযান, হামদ ও নাত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলার ছয়টি উপজেলা থেকে স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
১৬ মার্চ ( রোববার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের জন্য বয়স ও শ্রেণিভিত্তিক ৩টি গ্রুপ নির্ধারণ করা হয়।
প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের জন্য প্রতি গ্রুপে শ্রেষ্ঠ ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
উপজেলাসমূহে অংশগ্রহণকারী মোট প্রায় ৫ শতাধিক প্রতিযোগীর মধ্য হতে প্রত্যেক ইভেন্টের প্রতি গ্রুপে ১ম স্থান অধিকারী মোট ৭২ জন প্রতিযোগী জেলা পর্যায়ের কঠিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রমাণের লড়াইয়ে অবতীর্ণ হন। এই পর্বে জেলা পর্যায়ে ৪ টি ইভেন্টে ৩ টি গ্রুপে চূড়ান্তভাবে মোট ৩৯ জন প্রতিযোগীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদানের জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বিজয়ীগণের মধ্য হতে একজন হামদ, নাত, আজান ও শুদ্ধ ক্বিরাত উপস্থাপনকারী নির্বাচন করা হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জনকারীদের পাঁচ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীদের তিন হাজার টাকা, ও ৩য় স্থান অর্জনকারীদের দুই হাজার টাকার প্রাইজবন্ড পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
পবিত্র রমযান মাসে জেলা প্রশাসনের এমন মহতি আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের নাগরিকরা। প্রতি বছর এ ধরনের মহতি কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, মূলত পবিত্র রমজান উপলক্ষ্যেই ইসলামি সংস্কৃতির চর্চা ও বিকাশের উদ্দেশ্যে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান, এবং যারা হামদ, নাত, আজান ও ক্বিরাত পরিবেশন করেছে তাদের প্রশংসা করেন এবং এধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।