সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া গ্রামে ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধ-র্ষ-ণ এর চেষ্টা এবং তার ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
আজ (রবিবার) সকাল ৯টার দিকে বাসায় কোরআন শরিফ পড়ার সময় একা পেয়ে অভিযুক্ত কালপিঠ কমল ওই কিশোরীকে একাপেয়ে ধ-র্ষ-ণ এর চেষ্টা করে। একপর্যায়ে সে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা চালালে কিশোরী চিৎকার শুরু করে। এতে বাধা দেওয়ায় কমল ব্লেড দিয়ে তার মুখ ও হাতে আঘাত করে রক্তাক্ত করে।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত কিশোরীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।