১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১১ দফা দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১১ দফা দাবি আদায়ের সনাকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও মানববন্ধনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার (১৬ মার্চ) সকাল ১১ টার সময় নীলফামারী জেলার হাসপাতাল সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

“নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা:
বিচার চাই এখনই”

এই স্লোগানে নীলফামারীতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। সম্প্রতি দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণের মতো অনাকাঙ্খিত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের দাবিতে আজ ১৬ মার্চ ২০২৫ সকাল ১১ টার সময় নীলফামারী শহরের হাসপাতাল সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন সনাক, ইয়েস, এসিজিসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। এ সময় সংহতি প্রকাশপূর্বক বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি শামীমা হক ও সদস্য মো. মিজানুর রহমান লিটু ও নাসিমা বেগম, এসিজি সমন্বয়ক দীনবন্ধু রায়, বেসরকারি সংগঠন পল্লীশ্রী’র প্রোগ্রাম অফিসার শাহীন আক্তার ও ইউএসএস এর প্রতিনিধি সালমা আক্তার, প্রথম আলো বন্ধুসভার নীলফামারী জেলা সভাপতি রুবি বানু, ইয়েস দলনেতা মো. আব্দুল কুদ্দুস সহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সকল বয়সী নারী। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় সারা দেশে নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতংকগ্রস্থ সময় অতিবাহিত করছে। এর বিরুদ্ধে আমরা সবাইকে একত্রিত হয়ে আওয়াজ তোলার আহ্বান জানাই। পাশাপশি রাষ্ট্রকে নারীদের এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং ঘটে যাওয়া সকল সহিংসতার বিচার এখনই করার আহ্বান জানাই।”

এছাড়া, সনাক সভাপতি মো. আকতারুল আলম বলেন, “আমরা আশা করি, সরকার ও স্থানীয় প্রশাসন নারীদের এবং কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এই মানববন্ধনের মাধ্যমে আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি না, বরং আমাদের দাবি ও আশা প্রকাশ করছি।”

মানববন্ধনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়নে সনাক, ইয়েস, এসিজি ও টিআইবি’র পক্ষ থেকে ১১ দফা দাবি উত্থাপন করেন সনাক সহসভাপতি শামীমা হক।

দাবিসমূহ হলোঃ-
১। বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ”— এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নারী ও শিশু ধর্ষণ এবং সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এসব অপরাধের সাথে জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা।

২। সকল ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।

৩। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করা।

৪। সকল রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, পেশাজীবী সংস্থা, সকল প্রকার সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানে জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে নারী—পুরুষের সমঅধিকার ও সমমর্যাদার সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণাসহ চর্চা প্রতিষ্ঠার সমন্বিত উদ্যোগ নিতে হবে।

৫। টেকসই উন্নয়ন অর্জনের কর্মপরিকল্পনায় অভীষ্ট—(জেন্ডার সমতা) ও ১৬ (শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান) কে বিশেষ গুরুত্ব দিয়ে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি নিয়ন্ত্রণসহ আইনের শাসন নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও নানা অজুহাতে যত্রতত্র হেনস্থা রোধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি রাষ্ট্রকে আরো সক্রিয় ভূমিকা পালন।

৬। নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার নারী অধিকার হরণের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে বিশেষ করে প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থায় দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার, জবাবদিহিতা ও সার্বিক সুশাসন নিশ্চিত করা।
৭।জেন্ডার সমতা অর্জনের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে নারীর অভিগম্যতা নিশ্চিত, ইন্টারনেট ও প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ডিভাইস সুলভ করা এবং বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সহিংসতা ও নির্যাতন থেকে নারীর সুরক্ষা নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিসহ বিশেষায়িত জাতীয় কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।

৮। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবারে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে বা সমাজে নারী নির্যাতন প্রতিরোধ্যে কাজ করছেন, তাদের উৎসাহিত, সঠিক প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সুরক্ষা প্রদান করা।

৯। মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার আলোকে সকল প্রতিষ্ঠানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার নিশ্চয়তাসহ নারীবান্ধব অভিযোগ প্রদান ও নিরসনের ব্যবস্থা থাকতে হবে; নারী নির্যাতন, ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে ব্যক্তির রাজনৈতিক ও আর্থ—সামাজিক অবস্থান, মর্যাদা ও প্রভাব বিবেচনা না করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোর দ্রুত বিচার নিষ্পত্তি করা।

১০। নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী—পুরুষের সমান অধিকার নিশ্চিতে সাধারণ জনগণের ইতিবাচক মানসিকতা সৃষ্টির লক্ষ্যে কার্যকর প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করা।

১১। জাতীয় হেল্পলাইন ও অভিযোগ জানানোর হটলাইন নম্বরগুলোর প্রচার ও কার্যকরতা বৃদ্ধি

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সিরাজগঞ্জে কাজিপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে নয়ন মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না

বগুড়ায় ধর্ষণ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার

বগুড়া সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান,(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা

নীলফামারীতে মেডিকেল কলেজ নিয়ে সকল ষড়যন্ত্র বন্ধসহ স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার

Scroll to Top