১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে কাজিপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন

শাকিল আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখী বাজারে নয়ন মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাইরে থেকে বন্ধ করে বাড়িতে আগুন দেয়া হয়েছে। গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। চাঁদা দিতে অস্বীকার করায় এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নয়ন সরকার জানান, শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। অনেকবার ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতেম সে গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি সে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় রাতে আমার বাড়ির গেট আটকিয়ে আগুন দেয় যাতে আমরা বের হতে না পারি। আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

নয়নের প্রতিবেশী গৃহবধু লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নেভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আজ (রবিবার) সকালে আমরা প্রাথমিক তদন্ত করেছি। বাকি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সিরাজগঞ্জে পিকআপ বোঝাই টিসিবির চালসহ গ্রেপ্তার দুই

সোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল

খোকসায় ভ্যান চুরির চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় চোর আটক

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌরসভার মাস্টার পাড়ায় ভ্যান চুরির চেষ্টা করার সময় টুটুল শিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন বন্ধে ১১ দফা দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১১ দফা দাবি আদায়ের সনাকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও মানববন্ধনের আয়োজনে মানববন্ধন

বগুড়ায় ধর্ষণ বিরোধী মিছিল সমাবেশ অনুষ্ঠিত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ, ছিনতাই, ডাকাতি ও খুনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার

Scroll to Top