মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা পৌরসভার মাস্টার পাড়ায় ভ্যান চুরির চেষ্টা করার সময় টুটুল শিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, রবিবার (১৬ মার্চ ২০২৫) সকাল ১১:৩০ মিনিটে মো: কালাম শেখ (৪০), পিতা-মো: সোবাহান শেখ, গ্রাম- জিলাপিতলা, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া, তার ভ্যানটি তালাবদ্ধ অবস্থায় রেখে পাশেই গাছ কাটছিলেন। এই সুযোগে মো: টুটুল শিকদার (২৫), পিতা-মুকুল শিকদার, গ্রাম- নলখোলা, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ ভ্যানটির তালা কাটার চেষ্টা করছিল।
ভ্যান চালক কালাম শেখ বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে টুটুল শিকদারকে হাতেনাতে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানায়, চোরের কাছ থেকে দুইটি তালা কাটার কাইচি এবং চারটি চাবি উদ্ধার করা হয়েছে। বর্তমানে টুটুল শিকদার থানা হেফাজতে রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।