সোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে টিসিবির চাল বোঝাই একটি পিকআপসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৫৯ বস্তায় টিসিবির তিন হাজার ৪৫৮ কেজি চাল জব্দ করা হয়েছে।শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল বাজার এলাকা থেকে টিসিবি পণ্য, পিকআপ ও দুই জনকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার (১৬ মার্চ) বিকেলে গ্রেপ্তারদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন- জেলার কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটখোলা গ্রামের আব্দুর রহমান (২৫) ও আলোকদিয়ার পশ্চিমপাড়া গ্রামের শিপন শিকদার (২৮)।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, পিকআপটি টিসিবির পণ্য নিয়ে কামারখন্দের দিকে যাচ্ছিলো। পরে ওই এলাকার চেকপোস্ট অতিক্রম করার সময় নাইটগার্ড চালকসহ ট্রাক ও সহকারীকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে থাকা ৫৯ বস্তা চাল জব্দ ও দুই জনকে আটক করে।
তিনি জানান, আটকরা প্রাথমিকভাবে পাচার করে টিসিবির পণ্য বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে