মোঃ সাজেল রানা:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ভূট্টা ক্ষেতে গর্ভবতী ঘোড়া জবাই করে, ঘোড়ার মাংসকে গরু মাংস বলে বিক্রির উদ্দেশ্যে একদল কুচক্রী মহল এ অমানবিক কাজটি করেছে।
এটি ঘটেছে গত শনিবার রাত ৯:৩০ টার দিকে হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নের দেহট্র হাটপুকুর, বটতলী মোড় এলাকায়। স্থানীয়দের মতে, রাতের অন্ধকারে তারা হঠাৎ শুনতে পান ভূট্টা ক্ষেতের পাশ থেকে মাংস কাটার শব্দ। তখন একে অপরকে খবর দিলে, একপর্যায়ে গ্রামের সকল মানুষ একত্রিত হন। তারা এসে দেখে কুচক্রী দল তাদের মোটরসাইকেল রেখে পালিয়ে যায়, এবং ঘোড়ার মাংস ও মৃতশাবক পড়ে ছিল।
স্থানীয়রা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
হরিপুর উপজেলা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, “এ বিষয়ে এখনো তেমন কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনাটি এলাকার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে, এবং সবার দাবি, এই ধরনের অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত তাদেরকে শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে না পারে।