মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
সামনে এগিয়ে যেতে হলে মানুষের মাঝে সুনির্দিষ্ট একটি লক্ষ্যের মাঝে লেগে থাকার ডিটারমিনেশন থাকতে হবে বলে জানিয়েছেন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন ভুঁইয়া। রোজ রবিবার (১৬ মার্চ) নটরডেম কলেজের অডিটোরিয়ামে সোসাইটির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা মামুন ভুঁইয়া বলেন, ” নটরডেম কলেজে যখন পড়তাম তখন একবার ফাদার আমাকে ডেকে বলেছিলেন, তোমার জীবনের লক্ষ্য কি? ফাদারের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, আমি বিজনেজম্যান হতে চাই। আমি আমার ঐ কথার মাঝে ডিটারমাইন্ড ছিলাম। এই লক্ষ্য ব্যর্থ হবে কিনা এরূপ কোনো সন্দেহ আমার মনের মাঝে একবিন্দুও স্থান দিইনি।”
তিনি আরো জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলো এখনো মনে পড়ে। একাডেমিক লেখাপড়ার বাহিরে আমি অন্য কোনো চাকুরির পড়া পড়িনি। কেননা আমি তখনো ডিটারমাইন্ড ছিলাম আমার লক্ষ্যের মাঝেই। অন্যরা চাকুরির পড়া পড়লেও আমি এটা নিয়ে একবিন্দুও মাথা ঘামাইনি। আমি একাডেমিক পড়ালেখার বাহিরে শুধু ব্যবসা নিয়ে চিন্তা করতাম। তাই জীবনে হতাশ হলে চলবে না। নিজের লক্ষ্যের মধ্যেই ডিটারমাইন্ড থাকতে হবে। তবেই সফলতা আসবে।”
তিনি ইফতারে অংশগ্রহণকারী সকল জবিস্থ নটরডেমিয়ানদেরকে সর্বোচ্চ ডিটারমিনেশনের সাথে এগিয়ে যাবার জন্য আহ্বান জানান।
এ সময় ইফতার মাহফিলটিতে আরো উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্য নাইমুর রহমান, ইয়াসিন আরাফাত, সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক তাইয়াবুর রহমান, এক্সিকিউটিভ সদস্য সালমান রাফি, জয়েন্ট সেক্রেটারি শাহবাজ খান সজিব, উন্নয়ন সেক্রেটারি ইসমাইল হোসাইনসহ আরো অনেকে।