১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আলী হাসান উসামা

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধিঃ

খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলামী সমাজ বিনির্মানে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকাল ৩টায় স্থানীয় উপহার কমিউনিটি সেন্টারে শাখা সভাপতি মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক সিলেট-৪ সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আলী হাসান উসামা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এই তিনটি উপজেলা আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষ অধ্যুষিত এবং খনিজ সম্পদের ভরপুর। জাতীয় জীবনে এই এলাকার গুরুত্ব অপরিসীম। এই এলাকতায় একতা ও সুবিচারের অন্যন্য নজীর রয়েছে। এই এলাকার মানুষ পেয়েছে শায়খ আব্দুল্লাহ হরিপুরি রহ, শায়খে চটি রহ, শায়েখ ইদ্রিস রহ, মুফতি ইউসুফ রহসহ অসংখ্য বুজুর্গের সাহচর্য ও সুহবত। হযরত মুশাহিদ বায়মপুরী রহ. এর রুহানি সন্তানগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন এই তিন উপজেলার প্রতিটি এলাকায়। কিন্তু এলাকার মানুষ স্বাধীনতার পর থেকে তাদের ন্যায্য অধিকার থেকে রয়েছে বঞ্চিত। শিক্ষা চিকিৎসা, রাস্তা-ঘাটসহ অবাকাঠামোগত তেমন উন্নয়ন হয়নি এই এলাকায়। হরিপুর থেকে বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন হলেও এই জনপদের মানুষ এখনও গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। দীর্ঘদিন থেকে গ্যাসের দাবীর প্রতি কোন নেতাই ভ্রুক্ষেপ করেননি কোন আমলে। তাই আগামী জাতীয় নির্বাচনে উলামায়ে কেরামগণের নেতৃত্ব নিশ্চিত করতে তিনি খেলাফত মজলিসের দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থন কামনা করেন তিনি। শাখা সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ আল ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় ছয়শত সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমা, কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান।বিশিষ্ট্য আলিমে দ্বীন মুফতি জিল্লুর রহমান, জাতীয় উপস্থাপক প্রিন্সিপাল মীম সুফিয়ান, উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল হাসান আহমদ, সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান, চিকনাগুল বাজার সমিতির সভাপতি মাওলানা জহির উদ্দীন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজমল হক, সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ মঞ্জুর, প্রিন্সিপাল হারুনুর রশীদ, ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান, ডা: আলীমুদ্দীন খাঁ, বায়তুলমাল সম্পাদক হাফিজ আজিজুর রহমান তালুকদার, ৫নং ফতেহপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ মাশুক। ইসলামী যুব মজলিস জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুখলিসুর রহমান, সেক্রেটারি বিলাল আহমদ, শ্রমিক মজলিস সভাপতি মাওলানা আলিমুদ্দিন বিন আহমদ, সেক্রেটারি জুবায়ের আহমদ। ইসলামী ছাত্র মজলিস জৈন্তাপুর উপজেলা সেক্রেটারি সালমান আহমদ, বায়তুলমাল সম্পাদক হাম্মাদ মামনুন। ইউনিয়ন সহ সভাপতি মুহাম্মদ আলী আকবর, মাওলানা আমীরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, মুহামদ জামাল আহমদ, মাওলানা জাহেদ আহমদ প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মার্চ)

দখলবাজি করলে কেউ ছাড় পাবে না: ইকবাল হাসান মাহমুদ টুকু

সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, ভাঙা সুটকেস ও

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জনগণের শক্তিই বড় শক্তি, বিএনপি

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জনগণের শক্তিতে বলীয়ান, কোনো ষড়যন্ত্র বিএনপিকে নিঃশেষ করতে পারেনি, আগামীতেও পারবে না।’ শনিবার (১৫ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে

ডিমলায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলার খালিশা চাপানি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি’র সভানেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা লাভের জন্য দোয়া মাহফিল ও ইফতারের

Scroll to Top