হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী ), ইতালি প্রতিনিধিঃ
শুভ উদ্বোধন ! শুভ উদ্বোধন !
রায়নাস কালেকশন (বাংলাদেশী প্রতিষ্ঠান)
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শুভ উদ্বোধন হলো রায়নাস কালেকশন। যেখানে ঈদ উপলক্ষে নারী ও শিশু দের জন্য পাওয়া যাবে সকল প্রকার পোশাক ও প্রশাধনী সকল ধরনের লেডিস আইটেম , বাচ্চাদের পোশাক ও জুয়েলারি আইটেম ও থাকছে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানী ড্রেস ও নানান প্রশাধনী সামগ্রী দিয়ে প্রতিষ্ঠানটি সাজানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ভেনিস ও আশেপাশে বিভিন্ন এলাকা ও শহর থেকে নারী ও শিশুদের উপস্থিতি ছিলো দেখার মতো। রায়নাস কালেকশন এর প্রধান রায়না তাবাস্সুম সকল অতিথিদের স্বাগত জানান এবং সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। রায়নাস কালেকশন ভেনিসের মেস্ত্রে এলাকায় ভিয়া ফেলিসষ্টি ৩৮ অবস্থিত।