মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে শিক্ষক শিক্ষার্থীরা
সূত্র থেকে জানা যায় যে, ইউনিয়নের চক্রবর্তী গ্রামে ১৯৬৩ সালে চক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে এই বিদ্যালয়ে যাওয়ার নিজস্ব কোন রাস্তা নেই এ নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগের সীমা নেই। প্রাথমিক বিদ্যালয় থেকে সরকারি এড্রেস কি তো রাস্তার দূরত্ব প্রায় দেড়শ মিটার।এই রাস্তা নিয়ে অনেক চেষ্টা তদবির করলেও মিলছে না কোন সুফল। শুকনো মৌসুমে বিদ্যালয়ে ক্ষেত খামার দিয়ে যাতায়াত করলেও বর্ষা মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না।
চক্রপুর গ্রামের স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন,আমাদের ছেলেমেয়েরা রাস্তার অভাবে স্কুলে যেতে পারে না।অনেক ঘোরাঘুরি করে যেতে হয় এই স্কুলের রাস্তার অভাবে অনেক উন্নয়ন থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।স্কুলটি নির্বাচন কেন্দ্র হলেও অনেক ভোটার রাস্তার অভাবে ভোটদান থেকে বিরত থাকেন ও প্রশাসনের কোন যানবাহন স্কুলে ঢুকতে পারে না।এ নিয়ে বিড়ম্বনার
শেষ নেই। রাস্তার অভাবে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।আমাদের দাবি দ্রুত স্কুলের রাস্তার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে শ্রীবরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, তিনি এই বিষয়ে অবগত আছেন এবং দ্রুত আবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।