মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পলাশবাড়ী পাটুলিপাড়া এলাকায় ৭ বছরের শিশুর গ্রেফতারকৃত ধর্ষক আবু বক্করের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
ধর্ষক আবু বক্করের বড় ছেলে অভিযোগ করে বলেন,গতকাল সকালে এলাকার দুইজন ব্যক্তি এসে তার কাছে কিছু টাকা দিতে হবে। আমি বলি কিসের টাকা উত্তরে জবাব দেয় কিছু টাকা হলে বিষয়টি সমাধা করা যাবে। তা না হলে বড় ধরনের হাঙ্গামা হবে। আমরা গরীব মানুষ টাকা কই পামু তাই টাকা দিতে নাপাড়ায় এলাকার ৩০-৩৫ জনের সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে আটটার দিকে এসে আমাদের সবাইকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, লুটপাট ও ভাঙচুর চালায়।
আমি তাদেরকে বলেছিলাম যে, আমার বাবা যা করেছে তার জন্য আইনের আইন আছে সে শাস্তি পাবে। আমি তো কোন অপরাধ করিনি,তাহলে কেন তোমরা আমার ক্ষতি করবে? কিন্তু, তারা আমার কোন কোথায় শুনেনি। তারা আমাকে ও আমার পরিবারকে বাড়ি থেকে বের করে দিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। আমি এখন পরিবারকে নিয়ে কি করব?কোথায় থাকবো?আমি এদের বিচার চাই।
উল্লেখ্য, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শিশুটি ব্রাক স্কুল শেষে মামার বাড়ি ফিরছিল,পথিমধ্যে আবু বকর শিশুটিকে পেঁপে দেওয়ার কথা বলে তার (বক্করের) ছোট মেয়ের বাড়িতে নিয়ে যায়। ওই সময় বাড়ি ফাঁকা থাকায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয় ভীতি দেখায়। গতকাল রাত্রে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার নানীকে জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটকে থানায় পুলিশে খবর দেয়। পুলিশ এসে বক্করকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুটির চিকিৎসাধীন রয়েছে।