মোঃ সাজেল রানা, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়া সারডুবি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দূর সম্পর্কের চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে ৫ বছরের শিশু ফারিয়া আক্তার ফেরদৌসী।
ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত মোঃ রাবিউল ইসলাম (পিতা মোঃ শহিদুল ইসলাম) শিশুটিকে ডেকে তার কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসা এবং আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সরকারি হাসপাতালে রেফার করেন।
ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোঃ রাবিউল ইসলামকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হাতীবান্ধা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনগণ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।