শাহজাহান সাজু , কিশোরগঞ্জ:
সারাদেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।কিশোরগঞ্জ জেলা মহিলা পরিষদ সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ধর্ষক ও নিপীড়কদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উদীচী শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা একাত্মতা জানিয়ে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আবুল হাসেম, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, জেলা উদীচীর নেতা স্বপন কুমার বর্মণ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন প্রমুখ।