কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৬ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারায়ণ চন্দ্র চক্রবর্তী (৪৯) গোপগ্রাম এলাকার বাসিন্দা। তিনি শীতেষ চন্দ্র চক্রবর্তীর ছেলে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ ইং, ধারা- ৪/৫/৬ The Explosive Substances Act, ১৯০৮ এবং ১৫(৩)/২৫ডি The Special Powers Act, ১৯৭৪ অনুযায়ী মামলা রয়েছে।
ওসি শেখ মঈনুল ইসলাম আরও জানান, “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।