মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত শনিবার সন্ধ্যায় শম্ভুপুর ইউনিয়ন বাংলা বাজার সংলগ্ন একটি খালের সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে জাহাঙ্গীর মাতব্বর ও মো.ফখরুল মিঝি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৮ টার সময় ফখরুল মিঝির ছেলে বাজার ব্যবসায়ী মোঃ সাখাওয়াত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাংলা বাজার থেকে বাড়ী যাওয়ার পথে জাহাঙ্গীর মাতাব্বররের নেতৃত্বে ,বাচ্ছু,রিয়াজ,ভুট্টো,মাসুদ দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে সাখাওয়াত (১৯) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ সময় সাখাওয়াতের কাছে থাকা নগদ ১ লক্ষ ১৩ হাজার টাকা, সঙ্গে থাকা মোবাইল ফোন,গলায় থাকা ৮ আনা স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে সাখাওয়াত ডাক চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।