১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিঠুন (২৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১৭ মার্চ) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৮ জানুয়ারি ২০২৫ রাত সাড়ে ১০ টার দিকে, রাজবাড়ী সদর থানাধীন শ্রীপুর এলাকায় ভিকটিমের (২২) ভাড়া বাসায় মেহমান হিসেবে হারুন (৪০) প্রবেশ করলে, আসামি মিঠুনসহ (২৮) অন্যান্য আসামিরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি করে। হারুন প্রথমে নগদ ১০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা দিতে বাধ্য হন।

পরবর্তীতে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে, আসামি মিঠুনসহ অন্যান্যরা পরদিন (২৯ জানুয়ারি) রাত ৪:৪০টার দিকে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে।

এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০); ৩৮৫/৩৮৬ পেনাল কোড, ১৮৬০ এর ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর: ৩৭, তারিখ: ২৯/০১/২০২৫। ওই মামলার বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-১০ এর কাছে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। ওই অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৭ মার্চ দুপুর ৩:০০টার দিকে রাজবাড়ীর আলাদিপুর এলাকায় অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কুষ্টিয়ায় বন্ধ মিনিকেট চাল উৎপাদন, দাম চড়া

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই। এ কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। সরু চালের জন্য সর্ববৃহৎ ও প্রসিদ্ধ মোকাম কুষ্টিয়ার

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৭ লাখ টাকা জরিমানা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও পাইন্দং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দীঘিনালায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুইটার দিকে উপজেলার সুবিদপুর

Scroll to Top