১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

দীঘিনালায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে দীঘিনালা উপজেলা বিএনপি ।

সোমবার দীঘিনালা মেরুং ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড বেতছড়ি ঈদগাহ মাঠে দীঘিনালা সর্বসাধারণ জনগণকে নিয়ে  ইফতার ও দোয়া মাহফিল করে দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জনাব ওয়াদুদ ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এম এন আবছার।  জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, এডভোকেট আব্দুল মালেক মিন্ট, মোশারফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,সাংগঠনিক সম্পাদক,আব্দুর রউফ রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ,, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুলল্লাহ আল নোমান সাগর প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সভাপত্তিত করেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। সঞ্চালনা করেন জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপির লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি।
একদিনে বিজয় অর্জিত হয়নি মন্তব্য করে তিনি বলেন, ১৫ বছরের আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বলেছেন, বিএনপির হাতেই দেশ ও জনগন নিরাপদ

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মোহনগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো খাদ্যবান্ধব কমিটির ডিলার নিয়োগ ও আলোচনা সভা

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জে উপজেলায় (নেত্রকোণা) খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম

লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে বিএসএফের আবারো শূন্য রেখায় বেড়া নির্মাণের চেষ্টা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমান প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার

কুষ্টিয়ায় বন্ধ মিনিকেট চাল উৎপাদন, দাম চড়া

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই। এ কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। সরু চালের জন্য সর্ববৃহৎ ও প্রসিদ্ধ মোকাম কুষ্টিয়ার

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৭ লাখ টাকা জরিমানা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও পাইন্দং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Scroll to Top