মু. আমিনুল ইসলাম তারেক, শ্রীপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খানের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭মার্চ) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন,গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মারুফ হোসেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন মৃধা, পৌর বিএনপি’র সহ-সভাপতি বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি সাইফুল হক মোল্লা,পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লা, এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার বেপারী।
শ্রীপুর পৌর বিএনপি’র সকল ওয়ার্ড থেকে সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এ সময় সকল ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ কৃষক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কাজী খানের জন্য দোয়া করা হয়, এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায়, আপোষহীন নেত্রী, বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও আগামীর দেশনায়ক তারেক রহমানের দ্রুত দেশে আগমন কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন।