মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৭ই মার্চ) পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অনুষদীয় অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ভিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় এবং জিএস হিসেবে অর্জুন দাস।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, নির্বাচন কমিশনার প্রফেসর ড. আলী আজগর এবং প্রফেসর ড. মোঃ সেলিম আহমেদ স্বাক্ষরিত কমিটিতে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর ড. আলী আজগরসহ ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
নবগঠিত কমিটির জিএস অর্জুন দাস বলেন, “আমাদের সকলের উচিত ভিএসএ-এর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং একে অপরের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়া। আমি আশা করি, ভেটেরিনারি সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে ভিএসএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশার স্বার্থে ভিএসএ ও পবিপ্রবি সবসময় কাজ করে এসেছে এবং সামনেও কাজ করে যাবে।”
নবগঠিত কমিটির ভিপি মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, “ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ডিভিএম শিক্ষার্থীদের জন্য একটি ছাতাস্বরূপ। নতুন কমিটির ভিপি হিসেবে আমি চাইবো সবাই এই ছাতার নিচে পেশার স্বার্থে একসাথে কাজ করি। শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে যোগ্য মনে করে এই পদে মনোনীত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।