১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে বিএসএফের আবারো শূন্য রেখায় বেড়া নির্মাণের চেষ্টা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমান প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে।

গত ১৭ মার্চ ২০২৫, সোমবার সকালে দহগ্রামের সর্দার পাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপপিলারের কাছে এই ঘটনাটি ঘটে। পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যরা শূন্যরেখায় বেড়া ও লোহার খুঁটি স্থাপনের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে বিএসএফ সদস্যদের প্রতিবাদ জানায়। এরপর বিএসএফ সদস্যরা স্থান ত্যাগ করে।

এ ব্যাপারে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আইযুব আলী জানান, বিএসএফের এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি পক্ষ থেকে তাদের প্রতিবাদ জানানো হয়েছে।

এটি বিএসএফের পক্ষ থেকে শূন্য রেখায় বেড়া নির্মাণের প্রথম ঘটনা নয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি দহগ্রামের কলোনীপাড়া সীমান্তের শূন্য রেখায় রাতে ৫০০ মিটার এলাকা জুড়ে বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছিল, যা স্থানীয়দের নজরে আসে এবং বিজিবির কাছে অভিযোগ জমা পড়ে।বিজিবি কর্তৃপক্ষ জানান, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই ধরনের অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়ে পরবর্তীতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মোহনগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো খাদ্যবান্ধব কমিটির ডিলার নিয়োগ ও আলোচনা সভা

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধিঃ মোহনগঞ্জে উপজেলায় (নেত্রকোণা) খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টায় মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম

কুষ্টিয়ায় বন্ধ মিনিকেট চাল উৎপাদন, দাম চড়া

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধিঃ ব্যবসায়ীরা বলছেন, তাদের গোডাউনে ধান নেই। এ কারণে বন্ধ হয়ে গেছে চাল উৎপাদন। সরু চালের জন্য সর্ববৃহৎ ও প্রসিদ্ধ মোকাম কুষ্টিয়ার

ফটিকছড়িতে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৭ লাখ টাকা জরিমানা

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর ও পাইন্দং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দীঘিনালায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি দীঘিনালায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

Scroll to Top