১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

জবির শিক্ষার্থীকে বাসে হেনস্থা, শিক্ষার্থীদের ৪ দাবিতে ভিক্টর ক্লাসিক মালিকপক্ষের স্বাক্ষর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী রাজধানীতে চলাচলকারী ভিক্টর ক্লাসিক বাসে হেনস্থার শিকার হন। সোমবার (১৭ মার্চ) এই ঘটনাটি ঘটে।

জানা যায়, ইংরেজি বিভাগের ঐ নারী শিক্ষার্থীটি বাসে উঠলে চালক ও সহকারীর অশোভন আচরণের মুখোমুখি হন। প্রথমে তারা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে স্পর্শ করতে থাকে। এরপর এক পর্যায়ে তার সঙ্গে অশোভন ও আপত্তিকর আচরণ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী বাসে উপস্থিত অন্য যাত্রীদের সাহায্য চাইলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করে। শেষ পর্যন্ত তিনি বাস থেকে নেমে আসতে বাধ্য হন এবং বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী ইউনিট “জবি নিরাপত্তা সেল”কে জানান।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করে ভিক্টর ক্লাসিক মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তারা মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসে এবং ঘটনাটির দায় স্বীকার করতে বাধ্য করেন। মালিকপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেয় এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

দাবিগুলো হচ্ছে :

১. শিক্ষার্থীদের হেনস্থা করার দায় ভিক্টর ক্লাসিক মালিক সমিতিকে নিতে হবে, অভিযুক্ত স্টাফদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. আসন্ন ঈদ-উল-ফিতর পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্ত ভাড়া মওকুফ করতে হবে এবং পরবর্তীতে শিক্ষার্থীদেরকে যথোপযুক্ত মর্যাদা দিতে হবে।

৩. ভিক্টর ক্লাসিক সকল বাসের স্টাফ-ড্রাইভার-হেল্পার-কন্ট্রাক্টরকে নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে।

৪. নারী শিক্ষার্থীদেরকে এবং যাত্রীদেরকে যথাযথ মূল্যায়ন হচ্ছে কি-না, এজন্য প্রতিটি বাসে অভিযোগ বক্স রাখতে হবে, জরুরি পুলিশ সহায়তার জন্য সরকারী হটলাইন নম্বর রাখতে হবে, মানবাধিকার সংস্থার হটলাইন নম্বর রাখতে হবে।

উপরিউক্ত দাবিগুলোতে স্বাক্ষরকারী :-
১. গোলাম ফারুক মানিক
সাধারণ সম্পাদক, ভিক্টর ক্লাসিক মালিক সমিতি।

২. মোঃ আসলাম
সহ-সভাপতি, ভিক্টর ক্লাসিক মালিক সমিতি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন (ভিএসএ) এর দায়িত্বে তন্ময় এবং অর্জুন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত

ইবিতে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল, সম্পাদক সাব্বির

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আল হাদীস

বাকৃবিতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু ২৫ মার্চ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৫ মার্চ হতে

বাকৃবিতে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহে চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ

Scroll to Top