ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
সেহরি উৎসবে একত্র হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সকল সদস্য। রোজ মঙ্গলবার(১৮ মার্চ) দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অবকাশ ভবনের তিন তলায় জবিসাসের কক্ষে এই উৎসবটি পালন করা হয়।
উক্ত সেহরিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি তাকরিম আহমেদ। আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক মাহতাব লিমন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহা: জুনায়েত শেখ, অর্থ সম্পাদক নূর আলম, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকেরুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ছিলেন মোশফিকুর রহমান ইমন ও আব্দুল্লাহ আল মামুন। ক্যাম্পাস সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, সোহান ফারাজি, নাইমুর রহমান, মোহন খন্দকারসহ আরো অনেকে।
জানা যায়, একত্রে সেহরি করার উদ্দেশ্যে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার সময় সমিতির সদস্যবৃন্দ ক্যাম্পাসে চলে আসেন এবং সমিতির কক্ষে সবাই একত্র হন। সমিতির সভাপতি ইমরান গজল পরিবেশন করেন। এছাড়া বিশেষ অতিথি তাকরিম ইসলামিক সঙ্গিত পরিবেশন করেন এবং সেই সঙ্গিতের তালে তাল মিলিয়ে বাকি সদস্যবৃন্দ সেই সঙ্গিতের অংশ হয়ে ওঠেন। সেহরির পূর্বে সবাই একত্রে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গ্রুপ ফটো তোলেন।
উল্লেখ্য, “শিক্ষা, সততা ও সাহসীকতা” শ্লোগানকে সামনে রেখে ২০০৬ সাল থেকে এগিয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং প্রতি বছরই সদস্যদেরকে একতার বন্ধনে আবদ্ধ রাখার উদ্দেশ্যে বিভিন্ন ইভেন্ট, ইফতার মাহফিল, সেহরি পার্টির আয়োজন করা হয়।