দিদার উদ্দিন, হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ
আজ ১৮/৩/০২৫ ছৈয়দিয়া বাজারে বিকেল চার টায়, সড়ক দূর্ঘটনায় সরকারি চাউল সহ পাওয়ার ট্রেলার মারাত্মক ভাবে আহত। ঘটনাস্থলে ১৫০ বস্তা চাউল লবনাক্ত জোয়ারের পানির তলে গড়াগড়ি খাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অদক্ষ, অশিক্ষিত, রিক্সা চালক দিয়ে রাস্তায় দাপড়িয়ে চলা এই রেজিস্ট্রেশন ও লাইসেন্স বিহীন পাওয়ার ট্রেইলার জন জীবনের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ৯৯% রাস্তাও নষ্ট করে ।এদের কে আইনের আওতায় আনার জন্য কি , এদেশে কোন প্রসাশন নেই ?
জনগণ আকুল আবেদন প্রশাসন এর কাছে – এই পাওয়ারটেলার বন্ধ করার জন্য।