১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে অবস্থিত আমিন উল্লাহ মার্কেটের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তড়িৎ কুমার সাহা, মোঃ তৌফিক আজিজ (সহকারী কমিশনার, ভূমি), মোঃ শহিদুল হক হায়দারী (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) ও মোঃ হারুন অর রশীদ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, শিবগঞ্জ উপজেলা)।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী বলেন, সাংবাদিকতা হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমকর্মীরা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে মনোযোগী হতে হবে, যাতে সমাজের প্রতিটি স্তরে সত্য উদ্ভাসিত হয়।

আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইতি বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তথ্যের মাধ্যমে তারা দেশ ও জনগণের সেবা করেন। বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিক সঠিক ভাবে কাজ করার জন্য বলেন আরও বলেন তিনি সব সময় আমাদের পাশে থাকবেন।

মোবারকপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ মিয়া বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে আমি সবসময় পাশে থাকব এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করব।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সাংবাদিকরা যদি তথ্যনির্ভর ও সঠিক সংবাদ পরিবেশন করেন, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করলে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের ন্যায়সঙ্গত ও দায়িত্বশীল সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সেতাউর রহমান, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা কমিটি। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ সেতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

আলোচনা সভা শেষে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয় ও দোয়া মাহাফিল এর মধ্যোমে সমাপ্ত হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত আরহী আহত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা- উজিরপুর সড়কের পরমান্দসাহ গ্রামের শহীদ ফকিরের ইটের ভাটা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে

ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্র্যাক্টর চালক নিহত

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে একজন ট্র্যাক্টর চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে

হাতিয়া দুর্ঘটনায় সরকারি চাউল ক্ষতিগ্রস্ত

দিদার উদ্দিন, হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ আজ ১৮/৩/০২৫ ছৈয়দিয়া বাজারে বিকেল চার টায়, সড়ক দূর্ঘটনায় সরকারি চাউল সহ পাওয়ার ট্রেলার মারাত্মক ভাবে আহত। ঘটনাস্থলে ১৫০ বস্তা

Scroll to Top