১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা চুরি হওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—নাটোর বড়াইগ্রামের পূর্ণ কলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে মো. রিদয় মোল্লা (২৩), একই জেলার সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে মো. আরমান ফকির (৩৮) ও পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজিব হোসেন (৩১)।এর আগে সোমবার রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার মোটরসাইকেলগুলোর মধ্যে একটি ১০০ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকোভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকোভার ও একটি আরটিআর রয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ উপজেলার সলিমপুরের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকানের কর্মচারী বাপ্পি হোসেন মুলাডুলির ফরিদপুর জামে মসজিদে মোটরসাইকেল নিয়ে তারাবারি নামাজ আদায় করতে যান। সেখান থেকে দোকানের মালিক শান্টু আলী খানের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।

এই ঘটনা একটি চুরি মামলা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহযোগীতায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারদের পাবনা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গুরুদাসপুরে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে হত্যা চেষ্টা মামলায় ১ জন গ্রেপ্তার

মোঃ নাঈম ইসলাম , গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর গুরুদাসপুরের আনন্দনগড়রে জমি সংক্রান্ত শত্রুতার জেরে আপন ভাইকে হত্যা চেষ্টা মামলায় ০১ নং আসামী মোঃ সিদ্দিক প্রাং

নলছিটিতে হেফাজতে ইসলামের উপজেলা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে হেফাজতে ইসলামের নলছিটি উপজেলাস শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার

মরু অঞ্চলের ফল চাষ হচ্ছে সিরাজগঞ্জে

সোহাগ হোসেন,তাড়াশ উপজেলা প্রতিনিধিঃ মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম। বাংলাদেশে আগে থেকেই বিদেশি এই ফলের আবাদ হলেও সিরাজগঞ্জের তাড়াশে এই প্রথম বাণিজ্যিকভাবে

ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ নামে গরীবদের হয়রানি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিলায় ২নং বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণের নামে গরিব-দুঃখীদের হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায় ২ নং বালাপাড়া ইউনিয়নে

Scroll to Top