মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিলায় ২নং বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণের নামে গরিব-দুঃখীদের হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায় ২ নং বালাপাড়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ ওই এলাকার মেম্বার এবং চেয়ারম্যান কর্তৃক তালিকা করে বিতরণের দিন ধার্য করা হয়। চাল বিতরণ কার্যক্রম শুরু হবে এমন সময় রাজনৈতিক দলের নেতাগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তালিকা হালনাগাতের অনিয়মের অভিযোগে ভিজিএফের চাল বিতরণ বন্ধ করে দিয়ে নতুন করে ভোটার আইডি কার্ড দেখে স্বচ্ছভাবে যারা এর হকদার তাদের তালিকা হালনাগাদের প্রস্তাব দেয়। এতে দুই নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চাল বিতরণ বন্ধ রাখতে বাধ্য হন। বিষয়টি নিয়ে সকলের সাথে বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তনিয়েছে জানানো হবে বলে চাল নিতে আসা মানুষদের আজকের মত বিদায় করে দেন। ভুক্তভোগীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ভুক্তভোগী মোঃ মফিজুল ইসলাম বলেন, এভাবে গরিব মানুষকে আশ্বাস দিয়ে ইউনিয়ন পরিষদের ডেকে এনে বিড়ম্বনা করার কোন দরকার ছিল না। আমরা অনেক দূর থেকে আসি এতে আমাদের সময় ও অর্থ দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হই।
আর এক ভুক্তভোগী জয়নাল জানান,বাবারে আমরা গরিব মানুষ, বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ অনেক দূরে, যাইতে আসতে ৬০ টাকা লাগে। তাছাড়া পরিষদ আসলে সেই দিন আর অন্য কোন কাজ হয় না। ঐ দিন নষ্ট হয়ে যায়।দিনটি যদি কামলা দেই তাহলে ৫০০ টাকা পাইতাম। এখন ৫৬০ টাকা আজকে লস করলাম আবার আরেক দিন ৬০ টাকা খরচ করি ১০ কেজি চাল নিয়ে যেতে হবে। তাহলে এর মূল্য থেকে খরচে বেশি হয়ে গেল।লাভ কি হল?
এ বিষয়ে ২ নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি কথার ছলে জানান, বর্তমানে দেশে নতুন সরকার,নতুন নিয়ম তাই পুরাতন নিয়মের তালিকা এখন নাকি চলবে না। পরে অবশ্য তিনি বলেন, রাজনৈতিকভাবে কিছু কাজ চাওয়া হয়েছিল যা আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা তালিকা তৈরি অস্বচ্ছতার অভিযোগ আনে। চাল বিতরণ স্থগিত রেখে তালিকা তৈরির অস্বচ্ছতা প্রমাণ চাই।