ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
“গরিবের গ্যাজেট” নিবেদিত ‘কালচারাল ক্লাসিক’ এর আয়োজনে এবং “ফিউচার বাংলাদেশ” এর সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে “রামাদান ফেস্টিভ্যাল সিজন ৩” সাংস্কৃতিক অনলাইন প্রতিযোগিতা। রোজ শনিবার (১৫ মার্চ) এই প্রতিযোগিতা আরম্ভ হয় এবং ২৭ মার্চ পর্যন্ত ১২ দিনব্যাপী চলমান থাকবে।
এই প্রতিযোগিতার জন্য জবির ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তাসনিম জাহান কনা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, প্রতিযোগিতাটিতে ৪টি সেগমেন্ট হিসেবে থাকছে ১.হামদ, নাত, গজল, ২. কুরআন তিলাওয়াত ও আজান, ৩. আরবি ক্যালিগ্রাফি,
৪. আরবি হাতের লিখা। অংশগ্রহণ করলেই পার্টিসিপেশন সার্টিফিকেটের পাশাপাশি ৪টি সেগমেন্টে মোট ৮জন বিজয়ীদের জন্য প্রায় ১৫,০০০টাকা সমমূল্যের পুরষ্কার থাকছে। এছাড়াও “গরীবের গ্যাজেট” এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের জন্য তাদের গ্যাজেটে থাকবে ডিস্কাউন্ট।
এছাড়া আরো জানা যায়, প্রত্যেক সেগমেন্ট থেকে ২জন করে বিজয়ী নির্ধারিত হবেন এবং অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্য থাকবে সফট কপি সার্টিফিকেট।
ইতিমধ্যে ১৫ জনের বেশি অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে এবং আরো অনেকেই অংশগ্রহণ করছেন প্রতিনিয়ত। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মারিয়া ইসলাম মীম, মেহেদি হাসান রোকন, এফ.টি. রহমান নিলু, সাবিহা বুশরা, সিদরাতুল মুরসালিন ভাষা, ইমরান কাইফি, আবরার তাওহীদ, ফারজানা আক্তার, মাহমুদুস সামাদ জামি, নুরে ইফতে মাহিয়া, আশরাফুল হক আফিফসহ আরো অনেকে।
উল্লেখ্য, সুস্থ সংস্কৃতি চর্চার জন্য কালচারাল ক্লাসিক অনলাইনে কাজ করে আসছে বহুদিন ধরে। রমজানের মাসের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে এবং রমজান মাসে তরুণ প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতি ও সৃজনশীলতা চর্চা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।