১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে হেফাজতে ইসলামের উপজেলা কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে হেফাজতে ইসলামের নলছিটি উপজেলাস শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার ১৭ রমজান বদর দিবসে নলছিটি মার্চেন্টস স্কুল মাঠে বিকাল ৫ টায় হেফাজতে ইসলামের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম,নলছিটি পৌর বি এনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন,ইসলামি বক্তা ডা:সিরাজুল ইসলাম সিরাজি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশিল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবীরা।

বিশিষ্ট আলেম ও নলছিটি হাইস্কুল মসজিদের ইমাম ও খতিব হেফাজতে ইসলামের নলছিটি শাখার সাধারণ সম্পাদক মুফতি হানযালা নোমানীর সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন মুফতি রফিকুল ইসলাম,মুফতি আতিকুর রহমান,ইসলামি আন্দোলন নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি,নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এন টিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ,অর্থ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এম এস পলাশ,নলছিটি উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক মো:মহসিন হোসাইন,উপজেলা যুবদলের নেতা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিফ হাসান সহ উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার ওলামায়ে কেরাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরিচিতি সভায় বক্তারা ২০১৩ সালেত শাপলা চত্তরের গনহত্যার বিচার নিশ্চিতের দাবি জানান এবং বিগত সরকারের আমলে আলেমদের উপর চালানো অমানবিক নির্যাতন, নিপীড়নের নিন্দা জানান ও জালিম শেখ হাসিনার বিচারের দাবিও জানান।এছাড়াও বক্তারা বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন,হেফাজতে ইসলামও সাহাবাদের নমুনায় সং্খ্যায় নগন্য হলেও ঈমানী দিপ্ত শক্তি নিয়ে এদেশের ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার সাহস রাখে।

আলোচনা শেষে ইফতারের পূর্বে দেশ ও উম্মাহর কল্যানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের নলছিটি শাখার সভাপতি মুফতি শফিকুল ইসলাম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top