মোঃ নুর আলম পাপ্পু , খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় আজ সকালে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন স্কুল শিক্ষার্থী এবং একজন ভ্যানচালক। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
খোকসা বাসস্ট্যান্ডে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত আজ বুধবার ১৯ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় একটি বালু বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত শিক্ষার্থীদের পরিচয় পাওয়া গেছে:
রাব্বি হোসেন – গ্রাম: পাইকপাড়া মির্জাপুর।
আশিক হোসেন – পিতা: কাশেম, গ্রাম: জাগলবার।
শিমুল – পিতা: মমিন, গ্রাম: জাগলবা, খোকসা, কুষ্টিয়া।
আশিক ও শিমুল খোকসা চাদর ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, তারা সকালে প্রাইভেট পড়তে এসে শিক্ষক দেরি করায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রাব্বি ও আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ফুলতলা বাজারে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক গুরুতর আহত হয় । একই দিন সকাল ৮ টায় খোকসার বিলজানি ফুলতলা বাজারে একটি তরমুজ বোঝাই ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তরমুজ বোঝাই ট্রাকটি পিছন থেকে দ্রুতগতিতে এসে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত ভ্যানচালকের নাম আয়ান শেখ (পিতা: জসিম উদ্দিন, গ্রাম: পুরাতন চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া)। স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।