১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বরিশালে পূর্বপুরুষের ভিটায় জার্মানি থেকে এসে আবেগাপ্লুত

শংকর ব্যানার্জীর বয়স এখন ৮৫ বছর। ২০ বছর আগে খুঁজতে খুঁজতে তিনি আরেকবার এই জন্মভিটার সন্ধান পেয়েছিলেন। জার্মানিতে ফিরে যখন জন্মভিটার সেই ছায়াঘেরা পরিবেশ আর শৈশবের স্মৃতির কথা মেয়েদের কাছে বলেন, তখন তাঁর মেয়েরাও বায়না ধরেন বাবার জন্মভিটা দেখতে আসার। এবার তাই বরিশালের বাবুগঞ্জে নিয়ে এসেছেন দুই মেয়ে, ভাইয়ের মেয়ে ও জামাতাকে।

১৯৪৭ সালের কথা। তখন আমার বয়স কত আর হবে, ৮ কি ৯। বরিশাল বন্দর থেকে আমরা স্টিমারে করে খুলনায় গিয়েছিলাম। সেখান থেকে ট্রেনে শিয়ালদহ। স্টিমারের গগনবিদারী হুইসেল, ক্যানটিনের সুস্বাদু খাবার। সেই স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। ১২ মার্চ পৈতৃক জন্মভিটায় এসে এসব স্মৃতিচারণা করছিলেন জার্মানপ্রবাসী নবায়নযোগ্য বিদ্যুৎ–বিশেষজ্ঞ শংকর ব্যানার্জী।

গত মঙ্গলবার বিকেলে শংকর ব্যানার্জী মেয়েদের নিয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে নিজ ভিটায় এসে যখন দাঁড়ালেন, তখন তিনি গুনগুন করে গাইছিলেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এক ভিন্ন আবেগ–অনুভূতি তাঁর চোখেমুখে খেলছিল। তাঁর মেয়েরাও পূর্বপুরুষের ভিটায় দাঁড়িয়ে অনেকটা আপ্লুত।

শংকর ব্যানার্জী বলেন, সম্ভবত ২০০৩ সালের দিকে কাজের সুবাদে একবার চট্টগ্রামে এসেছিলেন। সেখানে তাঁর এক বন্ধুর সঙ্গে কথা প্রসঙ্গে বরিশালে তাঁর জন্মভিটার কথা জানান। তাঁর ওই বন্ধুর প্রবল আগ্রহে তিনি বরিশালে এসেছিলেন। এরপর খোঁজখবর নিয়ে জানতে পারেন, এটা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় পড়েছে। পরে সেখানে যান এবং স্থানীয় মুখার্জীবাড়ির লোকজনের সহায়তায় নিজের জন্মভিটা শনাক্ত করেন। এরপর তিনি শৈশবের সেই স্মৃতির সঙ্গে মেলান।

 বর্তমানে এই পরিবারের ৫০ একরের বেশি জায়গাসহ বসতবাড়িতেই বরিশাল আঞ্চলিক হর্টিকালচার সেন্টার অবস্থিত। এই জমি অধিগ্রহণ করে সেখানে গড়ে তোলা হয়েছে কৃষির বিভিন্ন প্রদর্শনী খামার।

শংকর ব্যানার্জী জানান, ১৯৪৭ সালের ২৩ আগস্ট তাঁর পরিবার কলকাতায় গিয়ে আর ফেরেনি। পরে সেখানেই পরিবার থিতু হয়। বাবা প্রফুল্ল ব্যানার্জী এলাহাবাদ কলেজে অধ্যাপনা শুরু করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়েও বেশ কিছুদিন অধ্যাপনা করেন। ১৯৬০ সালে পড়াশোনার জন্য জার্মানিতে পাড়ি জমান শংকর। পড়াশোনা শেষ করে সেখানেই জার্মান মেয়ে গ্যাব্রিয়েলকে বিয়ে করে থিতু হন তিনি। প্রথমে টেক্সটাইল মিল করে ব্যবসা শুরু করলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে তিনি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ডিজাইনার হিসেবে পেশা বেছে নেন। জার্মানি ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশে তিনি নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ডিজাইন করেছেন।

মেয়েদের আবদারে শংকর ব্যানার্জী গত শনিবার বাংলাদেশে আসেন। সেখান থেকে সাংবাদিক অজয় দাশগুপ্তর আগ্রহে প্রথমে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় ঐতিহ্যবাহী মনসামন্দির পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে জার্মানির একটি টেলিভিশনের সাংবাদিক শকুন্তলা ব্যানার্জী, শিল্পী শর্মিলা ব্যানার্জী এবং ভাইয়ের মেয়ে চিকিৎসক দেবী ব্যানার্জী ও জামাতা লুকাস ওয়ালপট। গত মঙ্গলবার বিকেলে মেয়েদের নিয়ে আসেন তাঁর পৈতৃক ভিটায় বাবুগঞ্জের রহমতপুরে।

শংকর ব্যানার্জী ঘুরে ঘুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের হর্টিকালচারের মধ্যে তাঁদের ভাঙা–বিধ্বস্ত বাড়ি ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ‘এটা ছিল আমাদের নারায়ণ মন্দির। এখানে সোনার দুটি প্রতিমা ছিল, যা আমাদের জ্যাঠামশাই সঙ্গে নিয়ে গিয়েছিলেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আবার কবে আসি জানি না। কিংবা আবার আসতে পারব কি না, তা–ও জানি না। তবে মেয়েরা দেখতে চাইছিল, তাই ফিরে আসা। আবার হবে তো দেখা, হবে?’

শংকর ব্যানার্জীর এখনো এই দেশ, মাটির প্রতি গভীর মায়া হৃদয়জুড়ে। তাঁর কথায় সেটা ফুটে উঠেছিল। তিনি বললেন, ‘আমি এ দেশের জন্য কিছু করতে চাই, মনটা এ জন্য সব সময় আকুলি-বিকুলি করে। নবায়নযোগ্য বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমার একটি  প্রস্তাব গৃহীতও হয়েছিল। পরে তা এগোয়নি। তবে বরিশাল সিটি করপোরেশনে ওয়েস্টম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎ তৈরির একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।’

শংকর ব্যানার্জীর দুই মেয়ের কাছে পূর্বপুরুষের ভিটায় ফেরার অনুভূতি জানতে চাইলে শকুন্তলা ব্যানার্জী বলছিলেন, ‘এ এক ভিন্ন অনুভূতি, যা ভাষায় প্রকাশ করতে পারব না। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই জায়গাটায় আসব, এই মাটি স্পর্শ করব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। অবশ্যই এটা জীবনের শ্রেষ্ঠতর এক মুহূর্ত আমাদের।’

আরেক মেয়ে শর্মিলা ব্যানার্জী বলছিলেন, ‘পিতৃপুরুষের এই জায়গা যে এত সুন্দর, এত মনোরম, সেটা কল্পনায়ও ছিল না। এটা কল্পনাকেও হার মানাচ্ছে। আমরা বারবার এখানে ফিরতে চাই, পূর্বপুরুষদের স্পর্শ অনুভব করতে চাই।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত রাজনৈতিক সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম: পেঁয়াজে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম। পহেলা বৈশাখের পর থেকে বেড়েছে পেঁয়াজের দামও। তবে কমেছে মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর

Scroll to Top