১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে বাবার ওপর অভিমান করে ৯ বছর বয়সী এক কন্যাশিশু আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে টিভি দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এতে বাবা রাগারাগি করলে শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷
নিহত দিয়া খাতুন (৯) জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে ডেকোরেটর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। সে বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টিভি দেখা নিয়ে বড় বোনের সাথে দিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় দিয়াকে তার বাবা বকাবকি করে এবং রাগ কিরেন। এতে বাবার উপর অভিমান করে সে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে।সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাকে ডাকাডাকি করে ঘরের দরজা না খুললে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখা যায়। তাকে উদ্ধার করে পরবর্তীতে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২ টার দিকে দিয়া মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করে। এতে গলায় ফাঁস দিয়ে দিয়া নামের এক শিশু আত্মহত্যা করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নীলফামারীতে পেরেক তুলে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান গাছ ঢোকানো পেরেক অপসারণ মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন। আজ বুধবার (১৯ মার্চ) সকালে

ঈশ্বরদী উপজেলা শিক্ষক কর্মচারীর ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লালন, ঈশ্বরদী প্রতিনিধিঃ “সমবায় অথায়নে একবিশ্ব গড়ি” – ঈশ্বরদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৪ তম বার্ষিক সাধারণ সভা- ২০২৫ অনুষ্ঠিত হয়। আজ

খিলগাঁওয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর খিলগাঁওয়ে চার বছর আগে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নানুপুর মাদরাসায় চল্লিশ দিনের এতেকাফ: আধ্যাত্মিক প্রশান্তির তীর্থস্থান

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ কওমি মাদরাসা জামিয়া ইসলামিয়া নানুপুর ওবাইদিয়া মাদরাসায় প্রতি বছর রমজান মাসে অনুষ্ঠিত হয় চল্লিশ দিনের বিশেষ এতেকাফ। দেশের

Scroll to Top