৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই, স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার – ক্রীড়া উপদেষ্টা

মোঃ সাজেল রানা, প্রতিনিধি:

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি জনাব তাবিথ আউয়াল, এবং ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টা হামজাকে সাধুবাদ জানান। হামজা চৌধুরী বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।”

হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, “হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।”সাক্ষাতে আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফিকেশনে বাংলাদেশ দলের অংশগ্রহণের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা হয়। সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে। এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।”

তিনি আরও বলেন, “সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, সে প্রতিভাবান তবে তাকে আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনে ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের বলবো, হতাশ হওয়ার কিছু নেই।”

সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ বলেন, “দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেনো স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন, সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।”

তিনি আরও বলেন, “যে কোন সঙ্কট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা করি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আজিজুল

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম এসএসসি পরীক্ষা না দিয়ে শ্রীলংকা সফরে যাচ্ছেন। পরিবারের সম্মতিতে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি তিনি

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের রোমাঞ্চকর জয়

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ লা লিগায় দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। সবশেষ ম্যাচেও তার দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে লেগানেসকে হারিয়েছে। এই জয়ের ফলে

পিএসএলে লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গো

দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দল লাহোর কালান্দার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফ। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে আসর

নেইমার-টেন্ডুলকারও ঘিবলির ট্রেন্ডে গা ভাসালেন

স্পোর্টস ডেস্ক: ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্সের নিউজফিডে এখন স্টুডিও ঘিবলির জয়জয়কার। সহজলভ্য বলে ট্রেন্ডে গা ভাসাচ্ছেন সবাই। তারকারাও এ ট্রেন্ড থেকে দূরে থাকেন কী করে? ফুটবল

Scroll to Top