মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:
জেলে কার্ডের চাল বিতরণ শুরু হয়েছে ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের আজ এই কার্যক্রম শুরু হয়। চলমান মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কারনে জেলেরা নদীতে মাছ আহরণ করতে পারছে না, সেই জন্য সরকার জেলেদের পুনর্বাসন করার জন্য প্রত্যেক জেলে প্রতি ৪০ কেজি চাল বিতরণ করছেন।
আজ ১৯/০৩/২০২৫ইং থেকে এই কার্যক্রম শুরু হয়েছে আজ ইউনিয়নের তিনটি ওয়ার্ডে চাল বিতরণ করা হয়।চাল বিতরণ করার সময় উপস্থিত ছিলেন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা তবে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া উপস্থিত ছিলেন না। তাঁর সাথে এই বিষয়ে আলোচনা করা যায়নি।
এই সময় কিছু মানুষ অভিযোগ করেন বিগত আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় যে জেলে কার্ড করা হয়েছে ৯০%লোক যারা জেলে না তারা আওয়ামী লীগ কর্মী তারাও বর্তমানের চালের সুবিধা পাচ্ছে।এই বিষয়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে,নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কর্মী বলেন দেশ নাকি আওয়ামী লীগের কাছ থেকে স্বাধীন হয়েছে অথচ লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদে আসলে বুঝা যায় দেশ এখনো আওয়ামী লীগ চালাচ্ছে, আওয়ামী লীগের চেয়ারম্যান বিনাভোটে আজ ১৪ বছর পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন, দেখার জন্য কেউ নাই, তিনি সব দলকে নামে মাত্র কিছু দিয়ে বাকি সব আওয়ামী লীগের নেতা কর্মীকে দিচ্ছেন এবং নানা অপকর্ম করার পরেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
এই সময় আওয়ামী লীগের ক্ষমতা আমলের সন্ত্রাসী লোকমান ওরফে ওসি লোকমানকে পরিষদ থেকে চাল নিতে দেখা যায়।এই চাল বিতরণ কার্যক্রম ৯টি ওয়ার্ডের দেয়া শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়।