মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান গাছ ঢোকানো পেরেক অপসারণ মাধ্যমে গাছ সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেন।
আজ বুধবার (১৯ মার্চ) সকালে শহরের পাঁচ মাথা মোড়ে জেলা বন ও পরিবেশ আয়োজনে গাছ সুরক্ষায় পেরেক অপসারনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। পেরেক অপসারণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাযিরুজ্জামান।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সামাজিক বন ও পরিবেশ বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম ও ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক ফয়েজ উদ্দিন আহমেদ প্রমুক।
প্রধান অতিথির ভাষণের জেলা প্রশাসক নায়িরুজ্জামান বলেন, গাছ ক্ষতিকর নাইট্রোজেন চুষে নিয়ে আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। গাছ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের যেমন জীবন আছে, গাছেও তেমন জীবন আছে। এই গাছের উপর পেরেক মেরে আমরা বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালাচ্ছি। এতে করে গাছের স্বাভাবিক বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে বাঁচতে হলে গাছকে স্বাভাবিকভাবে বাঁচতে দিতে হবে। গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখার জন্য গাছের পেরেক অপসারণ কর্মসূচির উদ্বোধন করা হলো।
এ প্রসঙ্গে নীলফামারী বন কর্মকর্তার রেজাউল করিম বলেন, ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় সারাদেশে কর্মসূচি চলছে এবং তা আগামী ২৬ পর্যন্ত চলবে।