মোহাম্মদ দিদার উদ্দিন, হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ
হাতিয়া তমরদ্দি ৭নং তমরদ্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড, বটতলী বাজারের পাশে জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, জনাব মাস্টার সালেহ উদ্দিন হুজুরের বাড়িতে ডাকাতি হয়েছে।
জানা যায় ১৮/৩/০২৫ জনাব সালেহ উদ্দিন মাস্টার এবং তার স্ত্রী ঘরে তালা বন্ধ করে ওছখালী ছেলের বাড়িতে বেড়াতে যায়।
আজ ১৯ মার্চ ২০২৫ সকলে বাড়িতে গিয়ে দেখে তাদের ঘরের সবকিছু নিয়ে এলামেলো দেখতে পান । মাস্টার সাহেবের ছেলে জানান, ডাকাতের দল অনুমানিক দশ লক্ষ টাকার মালামাল সহ এবং ৫ ভরি গয়না সহ ডাকাত দল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে থানায় অভিযোগ এবং আইনি ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে।