ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
সম্প্রতি দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর গাজাজুড়ে সেহরির সময় নরকীয় তাণ্ডব চালিয়েছে ইসরাইল। এই অমানবিক বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় মাগরিবের নামাযের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিভোক্ষ মিছিল আরম্ভ করেন তারা।
এ সময় শতাধিক শিক্ষার্থী এই মিছিলে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সাধারণ শিক্ষার্থী, জবি শাখার ছাত্রশিবিরের সদস্যবৃন্দ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যবৃন্দসহ আরো অনেকে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন , আমাদেরকে সর্বশক্তি দিয়ে অন্যায় প্রতিহত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। যখন ফিলিস্তিনের মানুষের উপর আঘাত করা হয় তখন সেই আঘাত আমাদের কলিজায়ও লাগে।
এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক ফয়সাল মুরাদ বলেন , “খিষ্টান-ইহুদি ইউরোপের রাষ্ট্রগুলো সারাজীবন শুধু মানবতার পক্ষে কথা বলে। কিন্তু ফিলিস্তিনের প্রসঙ্গ আসলে তারা চুপ হয়ে যায়।” বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে থাকার জন্য আরো আহ্বান জানান তিনি।
এসময় ইসরাইলের এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমরা সবসময় মানবতার পক্ষে, আমরা ফিলিস্তিনের পক্ষে। ইসরাইলের গণহত্যা বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিজ্ঞান ভবন হয়ে বাহাদুরশাহ পার্ক ঘুরে জবির শান্তচত্তরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। “নেতানিয়াহুুর দুই গালে জুতা মারো তালে তালে”, “বিশ্বমুসলিম ঐক্যগড় ফিলিস্তিন স্বাধীন করো” , “ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট একশন” ইত্যাদি বিভিন্ন স্লোগানের মুখরিত হয় মিছিলটি।
এছাড়া আরো জানা যায়, গাজায় নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদের ধারাবাহিকতায় বৃহস্পতিবার(২০ মার্চ) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জবি শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।