২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নওগাঁয় ডাকাতি করে পালানোর সময় নিহত-১, আহত-২

আরিফুল হক সোহাগ, নওগাঁ  প্রতিনিধি:

নওগাঁয় ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আরও দুই ডাকাত আহত হয়েছে। বৃহস্পতিবার ২০মার্চ ভোর রাত চারটার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় ট্রাক উল্টে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে জেলার মহাদেবপুর উপজেলায় ডাকাতি করে পালিয়ে যাবার সময় পুলিশি বাঁধার মুখে এই ঘটনা ঘটে।

আহত ডাকাতদের পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। নিহত ডাকাতের নাম পরিচয় এখনও কেউ জানাতে পারেননি। আর আহত দুই ডাকাত হলেন মাছুম (৩২) ও রুবেল (৩১)। তাদের পরিচয় ‍ও পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা কালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া করে এবং নওহাটার মোড়, আব্দুল জলিল পার্ক সহ ৬টি স্থানে বেরিকেট দেয়। কিন্তু ডাকাতরা ওই ছয়টি স্থানের বেরিকেট ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন। আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

এদিন সকালে জানতে চাইলে নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়া মাত্রই মহাদেবপুর ও সদর থানার পুলিশ যৌথ অভিযানে নামে। অভিযানে উর্দ্ধতন স্যারসহ আমি উপস্থিত ছিলাম। একসময় তাদেরকে শহরের শিবপুর এলাকায় গিয়ে পাওয়া যায়।

হতাহতদের নাম পরিচয় এখনো পুরোপুরি জানা যায়নি। তবে তারা কৌশল হিসেবে একে অপরকে চিনিনা বলছিল। আহত আটককৃত ২ ডাকাতকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উর্দ্ধতন স্যারদের পরামর্শে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় সেই থানাতেই মামলা হবে বলে নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা। তিনি মুঠোফোনে বলেন, যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল। ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি শাহীন রেজা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

১৯ সাবেক মন্ত্রী-উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আরও ১৬ জনকে

‘অবৈধভাবে এক টাকাও নিলে রাজনীতি ছেড়ে দেব’ — চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধ জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

নিজস্ব প্রতিবেদক: গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে

টঙ্গীতে আপন ভাই-বোন জোড়া খুন: সন্দেহভাজন হিসেবে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:গাজীপুর মহানগরের টঙ্গীতে আপন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের মাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলাটি দায়ের করা হয় ১৯ এপ্রিল

Scroll to Top