ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
গতকাল বুধবার গাজায় ইসরায়েলিদের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মিছিল সমাবেশের আয়োজন করেছিলেন জবির শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের প্রতিবাদের প্রতি একাত্মতা পোষণ করে ও গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবার জবি শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ বৃহঃস্পতিবার (২০ মার্চ) কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ মানববন্ধনে অংশগ্রহণ করে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে শিক্ষক সমিতির বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের এখনই জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহবান জানাই আমরা।
তারা আরো বর্বর ইসরাইল ও তাদের মিত্র পশ্চিমা দেশগুলোর মালিকানাধীন পণ্য বয়কট করার আহবান জানান।
উল্লেখ্য, মানববন্ধনের শেষে ফিলিস্তিনের শোষিত ও নির্যাতিত জনগণের জন্য বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত সকলেই ফিলিস্তিনি জনগণের মুক্তি ও শান্তি কামনা করেন।