ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
বুধবার ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ‘নবীনবরণ, দোয়া ও ইফতার মাহফিল’ অনু্ষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ৩১৫ নং রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিবছরের ন্যায় এবারো পবিত্র রমজান মাসে ঝিনাইদহের বর্তমান ও প্রাক্তণ ছাত্রছাত্রীদের উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হলো।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণের প্রধান উপদেষ্টা ও সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাক্স মান্নান। আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব মো. সামছুল আরেফিন। মোঃ রাশিদুজ্জামান তুফান(সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ),মোঃ আবিদ কামাল রুবেল (সহ সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জুলিয়া সিজার,ইকবাল হোসেন,ওলিয়ার রহমান,নাঈম নূর,রুপন্তি রত্নাসহ অনেকেই।
ঝিনাইদহ জেলা কল্যাণ পরিষদের সভাপতি তুষার জোয়ার্দার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সাড়ে তিনশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সভাপতি মো. তুষার জোয়ার্দার বলেন, “ঝিনাইদহ জেলার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছিল। ঈদ পরবর্তী সময়ে বড় পরিসরে একটি পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ঝিনাইদহ জেলা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ বলেন নিজের জেলা মানেই অন্য রকম একটা অনুভূতির মেলবন্ধন ।আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।একই সঙ্গে আমরা একটি স্থায়ী তহবিল গঠনের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের জন্য বার্ষিক মেধাবৃত্তির ব্যবস্থা করতে চাই। বড় ভাইদের সহায়তায় আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।