জামিল মুহাম্মাদ ইউসুফ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার অন্তর্গত প্রস্তাবিত চন্দ্রগঞ্জ থানার অধীনে বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে ২ নং ওয়ার্ডে নিজ বাড়ির পাশে নাহিদুল ইসলাম রাব্বি নামের জামায়াতে ইসলামের এক কর্মিকে শ্বাসরোধ করে একদল দুর্বৃত্তরা হত্যা করার চেষ্টা করে। এসময় ছেলেটার আওয়াজ শুনে এলাকাবাসী উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা ছেলেটাকে হাত – পা বেঁধে রেখে যায়। এমতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্বার করে অচেতন অবস্থায় তাহাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন এটা অবশ্যই একটা পরিকল্পিত হত্যাচেষ্টা। উল্লেখ্য নাহিদুল ইসলাম রাব্বি তারাবিহ নামাজ শেষ করে আসার সময় পথেই এই ঘটনা ঘটে। তবে স্থানীয় জাময়াতের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক একটা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে।
বক্তারা বলেন নাহিদের প্রতি এই ঘটনা অবশ্যই পূর্ব পরিকল্পনা। জামায়াতের ক্রমান্বয়ে দিন দিন জনপ্রিয়তা বাড়তি দেখে একদল ব্যক্তিদের সহ্য হচ্ছে না। যার ফলে জামায়াতের কর্মীদের এইভাবে হত্যা করার মত হীন চেষ্টাও এরা করতে পিছপা হয়নি। বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করে প্রতিবাদসভা শেষ করেন।