হুমায়ুন আব্দুল ( বিপ্লব কাজী ) ইতালি প্রতিনিধি:
উত্তর ইতালি তে কর্মরত সাংবাদিকদের স্বনামধন্য সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সাংবাদিকদের সম্মানে ইফতার , দোয়া ও মতবিনিময় সভা করেছে ভেনিসের মেস্রে এলাকা ভিয়া পিয়াভে তে অবস্থিত বাংলাদেশী মালিকানাধীন রেস্তোরাঁ ইন্ডিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে এর কর্ণধার শফিক সরকার।
ইফতার ও দোয়ায় অংশ নেন ভেনিস বাংলাদেশ কমিউনিটির প্রায় ৭০ জন রাজনৈতিক , সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্হানীয় সংবাদ কর্মীরা। ইফতারের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করা হয়। এরপর দেশ ও বিশ্বের সকল মুসলিমদের জন্য ও কবর বাসীরদের রুহের মাগফেরাত কামনা ও সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় দোয়া করা হয়।
ইফতার শেষে ইন্ডিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে এর কর্ণধার শফিক সরকার ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন এবং ধন্যবাদ জানান সকলকে এই দাওয়াতে আমন্ত্রিত সকলকে।