৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ভরি ১ লাখ ১৪ হাজার টাকা, সোনার দামে আবার রেকর্ড

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় তার সঙ্গে সংগতি রেখে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হচ্ছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এখন পর্যন্ত এটিই দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল শুক্রবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সর্বশেষ ১৯ মার্চ সোনার দাম সমন্বয় করেছিল জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৯১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিপ্রতি ৯৩ হাজার ৩১২ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৯৮৩ টাকা বেড়ে ৭৭ হাজার ৭৯৯ টাকা হবে।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি।

দাম কমানোর আগে আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়, ২১ ক্যারেটের সোনা ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৯৭৯ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়েছে।

গত বছর, অর্থাৎ ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৭ এপ্রিল) জারি করা এই

দায়িত্বশীল পুলিশের স্বীকৃতি: রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন কনস্টেবল রিয়াদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভিডিওতে তার পেশাদার আচরণ ও দায়িত্বশীল মনোভাব দেখে

৭ এপ্রিল গাজার গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের হরতালের আহ্বান

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঢাকা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): গাজা থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে যেখানে ৭ এপ্রিল ২০২৫ তারিখে সারা বিশ্বের মুসলমানদের জন্য

একযুগ পর একত্রে বসতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একযুগ পর রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে চলতি মাসে। ২০১২ সালের পর দুই দেশের মধ্যে আর কোনো

Scroll to Top