১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ মেনে নেবে না: ভোলায় ইশরাক হোসেন

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধিঃ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগের রাজনীতির কবর গত ৫ আগস্ট রচনা হয়ে গেছে। যেটা মৃত সেটা নিষিদ্ধ করার কিছু নেই। নিষিদ্ধ হয়েই সে কবরে গিয়েছে বলে মন্তব্য করেন।শনিবার (২২ মার্চ) সকালে ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের কল্যাণে দোয়া ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এই বাংলাদেশ রাজনীতিতে খুনি হাসিনার ও তার দলের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার থাকতে পারেনা। আওয়ামী লীগ কে যদি কেউ পুর্নবাসনের চেষ্টা করে তাহলে আমরা সর্বশক্তি দিয়ে রুখে দিবো।

তিনি আরো বলেন,বর্তমানের অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে তাদের বিচার যেন তরান্বিত করে হউক।
এসময় তিনি আরো বলেন, সংস্কারের নাম করে কেউ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করলে জনগণ সেটা মেনে নেবে না।
একটা কুচক্র রয়েছে সরকারের ভিতরে এবং বাহিরে থেকে বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। যাতে আগামী নির্বাচনে বিএনপির জনসমর্থন কমাতে পারে ও নির্বাচন যেন বিলম্বিত হয়।

বিএনপি’র প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচনকে অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে।

ইশরাক হোসেন আরো বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি তার মানে আমরা সংস্কার চাই না। সংস্কার কথা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমনা ৩১ দফার মধ্যে দিয়ে দিয়েছে। সংস্কার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপির ধারাই সম্ভব বলে তিনি জানান। সংস্কারের নামে কেউ নির্বাচন বিলম্বিত করতে চাইলে তা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, দেশে আন্দোলন হয়েছিল গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, আর গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে ভোটাধিকার। যারা সংবিধান মুছে ফেলতে চায়, তারা সফল হবে না। আদর্শিক রাজনীতি করতে হবে এবং কোনো ধরনের ভেদাভেদ সৃষ্টি করা যাবে না।
এসময় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাউসুল আলম, সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আফিস আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, ঢাকা বার সমিতির এ্যাডভোকেট জুয়েল খানসহ প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালায় ইসলামী আন্দোলনের পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ি দীঘিনালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা শাখার পরিচিতি সভাও শপথ গ্রহণ অনুষ্ঠান করা হয়। আজ শুক্রবার সকাল ১০ টায়

রাজবাড়ীর ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভায় আবুল হোসেন খান

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ “যারা ভুয়া আইডি থেকে পোষ্ট দেয় তারা ভুয়া বাবার সন্তান” রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত রাজধরপুরের

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক

সাতক্ষীরায় ফিলিস্তিনে ইজরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধিঃ গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও

Scroll to Top