ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত পাবলিক স্পিকিং এর উপর অনলাইন সেমিনারে বক্তব্য প্রদান করেছেন মাহতাবস একাডেমির প্রতিষ্ঠাতা মো: মঞ্জুর মাহতাব আব্দুল্লাহ। শনিবার সকাল ১০:১৫ মিনিটে জুম এপের মাধ্যমে উক্ত অনলাইন সেমিনারটি আয়োজিত হয়।
সেমিনারটির প্রধান বক্তা মাহতাব আব্দুল্লাহ পাবলিক স্পিকিংকে উপমা দিয়ে বুঝাতে গিয়ে বলেন, ” মৃত্যু ও সাপকে মানুষ যতটা ভয় পায়, পাবলিক স্পিকিংকে মানুষ তার চেয়ে বেশি ভয় পায়। কল্পনা করুন, আপনি সকলের সামনে মঞ্চে উপস্থিত হয়েছেন। তখন আপনার কেমন অনুভূতি হবে? নিশ্চয়ই ভয় ভয় লাগবে। প্রবলেম, নারভার্সনেসের সমাধান কী? সমাধান হলো ‘আই এম দ্য কিং ‘ অর্থাৎ নিজের উপর আত্মবিশ্বাস থাকা।”
তিনি আরো জানান, মঞ্চে সকলের সামনে বক্তৃতা দেবার ভয়কে কাটাতে হলে সবার আগে মানসিক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এছাড়া তিনি পাবলিক স্পিকিংকে সহজ করতে গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, আত্মবিশ্বাসের কিছু বৈজ্ঞানিক অঙ্গভঙ্গি হোয়াইটবোর্ডে তুলে ধরেন।
সেমিনারে তিনি পাবলিক স্পিকিং এর কিছু মৌলিক উপাদান তুলে ধরেন। যেমন: স্পিকার, মেসেজ, অডিয়েন্স, মিডিয়াম, ডেলিভারি স্টাইল, ফিডব্যাক, উদ্দেশ্য, বডি ল্যাংগুয়েজ, গল্পের ছলে কথা বলার দক্ষতা ইত্যাদি। এছাড়া কিভাবে পাবলিক স্পিকিং এর জন্য একটি স্ক্রিপ্ট লিখতে হয় সেটা সম্বন্ধে তিনি সেমিনারের শেষে আলোচনা করেন।
এ সময় সেমিনারটিতে ৫০ এর অধিক জবির শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জবি ফিন্যান্স ক্লাব “স্পিক টু লিড” নামক ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি অনলাইন ভিডিও বক্তব্য প্রতিযোগিতা আয়োজন করেন। শিক্ষার্থীদের সামনে উক্ত ভিডিও বক্তব্য প্রতিযোগিতার যথাযথ দিকনির্দেশনা তুলে ধরতে জবি ফিন্যান্স ক্লাব পাবলিক স্পিকিং এর উপর এই অনলাইন সেমিনারের আয়োজন করেছেন।